× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জোরপূর্বক জমি দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

২৬ মে ২০২৪, ১৬:৩৫ পিএম

বগুড়ার শেরপুরের জয়লা আলাদি গ্রামে ৩ ফসলি জমিতে স্কেভেটর দিয়ে অবৈধভাবে খনন করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রভাবশালী মহল। 

রোববার বেলা ১১টার দিকে ভুক্তভোগীরা মানববন্ধন করেছে। এ ঘটনায় ওইদিন দুপুরে প্রভাষক আব্দুল হান্নান সহ ৬ জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীকৃষকরা। 

জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা আলাদি এলাকায় সরকারীভাবে বাঙালী নদী খননের কাজ চলছে। খননের সেই বালু নদীর দুধারে রাখার কথা থাকলেও তা মানা হচ্ছেনা। এমতাবস্থায় অবৈধ বালু ব্যবসায়ী জয়লা জুয়ান ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল হান্নান, সাতারা গ্রামের রব্বানী শেখের ছেলে শিপন মিয়া, জয়লা আলাদি গ্রামের মোজাফফর আলীর ছেলে রাশেদ খাঁন, আমজাদ খাঁর ছেলে আব্দুল হান্নান খাঁ, মকবুল হোসেন তালুকদারের ছেলে হালিম তালুকদার, জোড়গাছা গ্রামের মোহাম্মাদ মোনসের আলীর ছেলে নান্টু মিয়া নদী খননে নিয়োজিত ব্যক্তিদের সাথে যোগসাজশ করে সেই বালু নদী থেকে ৪০০ গজ দক্ষিন-পশ্চিম পাশে গরীব কৃষকের ৩ ফসলি জমিতে রাখার পায়তারা করছে। ইতিমধ্যে জমির মালিকদের না জানিয়েই জমিতে স্কেভেটর দিয়ে খোড়াখুরি শুরু করে দিয়েছে। এতে করে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কৃষকরা। খোড়াখুড়ি কাজে ভুক্তভোগীরা বাধা প্রদান করলে প্রভাবশালীরা তাদের নানা রকম হুমকী ধামকী দিয়ে আসছে। এরই প্রতিবাদে ২৬ মে রোববার বেলা ১১ টার দিকে ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষকরা মানববন্ধন করে। পরে একইদিন দুপুরে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। 

এ ব্যাপারে ভুক্তভোগী শুশান্ত কুমার পাল, আবু ছালাম, আব্দুস সোবহান, মো. রাসেল ও আব্দুল খালেক বলেন, আমরা গরীব কৃষক, জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে থাকি। জয়লা আলাদি মৌজার ওই এলাকায় আমাদের ১৬৩ শতক ৩ ফসলি জমি রয়েছে। সেখানে বালুদস্যুরা আমাদের জমি অবৈধভাবে দখল করে বালুর ব্যবসা করার জন্য আমাদের না জানিয়ে স্কেভেটর দিয়ে জমি খোড়াখুরি করছে। এতে আমরা চরম ক্ষতিগ্রস্ত হব। সেই সাথে কৃষি উৎপাদন ব্যাহত হবে। বালুদস্যুদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে জানতে চাইলে একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদীকে মোবাইলে ফোন করলেও তাকে পাওয়া যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.