রাজবাড়ীতে শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ ও পাচারের বিপক্ষে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, কেকেএস পথে বসবাসরত ও পাচারের ঝুঁকিতে থাকা শিশুদের অঙ্কিত চিত্রকর্ম নিয়ে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশুদের অঙ্কিত চিত্রকর্ম নিয়ে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু কায়সার খান।
কেএস সমাজ উন্নয়নে কর্মরত একটি স্বেচ্ছাসেবী বেসরকারি সংস্থা। প্রতিষ্ঠালগ্ন থেকে সংস্থাটি শিশুদের প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুপাচার রোধ, শিশুদের ঝুঁকিপূর্ণ কর্ম রোধসহ শিশুদের সরকারি-বেসরকারি সেবাপ্রাপ্তি সুনিশ্চিতকরণে নানাবিধ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই প্রেক্ষিতে শিশুদের অঙ্কিত চিত্রকর্ম নিয়ে চিত্র প্রদর্শনীর আয়োজন করে সংস্থাটি।
কেকেএস’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার সভাপতিত্বে বিশেষ ছিলেন পুলিশ সুপার, জি. এম. আবুল কালাম আজাদ, রাজবাড়ী জেলা সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক, রুবাইয়াত মোঃ ফেরদৌস,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক, মোঃ আজমীর হোসেন, স্বাগত বক্তব্য রাখেন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম (রুমন)।
চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করে ইনসিডিন বাংলাদেশ, ঢাকা,শাপলা মহিলা সংস্থা (এসএমএস), ফরিদপুর, কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস), রাজবাড়ী। চিত্র প্রদর্শনী চলবে বিকাল ৫টা পর্যন্ত।