কিশোরগঞ্জের ভৈরবে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টাকারী রুবেল নামে এক ব্যক্তিকে আটক করে গাছে বেঁধে মারধর করায় মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
গতকাল শনিবার উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান ভূঁইয়া রিপন।
নিহত ব্যক্তি রংপুর শহরের সিদ্দিকুর রহমানের ছেলে রুবেল (৪০) বলে জানা গেছে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, আজ দুপুরে রুবেল মিয়ার নামের লোকটি রাজনগর জহির মিয়ার বাড়ির পাশে সুইপারের কাজ করতে যায়। লোকটি ভবঘুরে। তার ভৈরবে কোনো স্থায়ী বা অস্থায়ী কোনো ঠিকানা নেই। দুপুরের দিকে ওই এলাকায় জহির মিয়ার বাড়ির পাশে ৮ বছরের একটি কন্যা শিশুকে জঙ্গলের ভিতর একটি বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকার চেচামোচিতে স্থানীয়রা ধর্ষণকারীকে গণপিটুনি দেয়। মারধরে রুবেল গুরুত্বর আহত হলে ওই এলাকার জহির মিয়া বেলা ২টা ১০ মিনিটে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। ঘণ্টা খানেক চিকিৎসার পর রুবেল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প.প. কর্মকর্তা ডাক্তার বুলবুল আহমেদ বলেন, গণপিটুনিতে আহত অবস্থায় জহির মিয়ার নামের এক লোক লোকটিকে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করার ঘন্টাখানেকের মধ্যে লোকটি মারা যায়। পরে আনয়নকারি জহির মিয়া হাসপাতাল থেকে পালিয়ে যায়। পরে ভৈরব থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে শিমুলকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মো. মিজানুর রহমান ভূঁইয়া রিপন বলেন, রাজনগর গ্রামের ৮ বছরের শিশুকে লোকটি ধর্ষণের চেষ্টা করে।
এ বিষয় ভৈরব থানা উপরিদর্শক এস আই লুৎফুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালে আসি। জহির মিয়া নামের এক ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করিয়েছিলেন। সে পলাতক রয়েছে। গণপিটুনিতে রুবেল মারা গেছে জেনেছি। প্রাথমিক পরিচয় নিয়েও সন্দেহ রয়েছে। জেলা পিআইবি টিমকে খবর দেয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে তার আত্মীয়-স্বজনের কোনো খোঁজ পেলে দিয়ে দেয়া হবে।