চাঁদপুর লঞ্চঘাট এলাকায় অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবরাজ প্রকাশ মো. শাহিরাজ (৫৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ ৷
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ মে) মধ্যরাতে নৌ থানার এস আই মিঠুন বালার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২নং পল্টুনের ওপর থেকে এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সদস্যগণ কর্তৃক ওই ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ৪ কেজি গাঁজা জব্দ ও মাদক ব্যবসায়ী যুবরাজ প্রকাশ মো. শাহিরাজকে গ্রেফতার করেন।
আটক মাদক ব্যবসায়ী চট্রগ্রাম জেলার সন্ধীপ থানার কালাপানিয়া ইউনিয়নের মৃত রবিউল আলমের ছেলে ৷
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।