× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন রানা সরদার

ঈশ্বরদী প্রতিনিধি

২৮ মে ২০২৪, ১৩:৪৯ পিএম

ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন উচ্চ আদালত।

রবিবার ২৬ মে নির্বাচন কমিশন (ইসি) ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী রানা সরদারের প্রার্থীতা বাতিল করেন।

ইসির সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে রিট আবেদন করেন রানা সরদার।

তারই পরিপ্রেক্ষিতে সোমবার (২৭ মে) বিচারপতি মো. ইকবাল কবির ও মো. আক্তারুজ্জামানের উচ্চ আদালতের একটি বেঞ্চ এ আদেশ দেন।

উচ্চ আদালতের এই আদেশে রানা সরদারের নির্বাচনে অংশ নিতে আর কোন বাধা নেই।

উচ্চ আদালত ইসির প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেছেন। সেই সঙ্গে তাকে নির্বাচনে অংশ নিতে সুযোগ দেওয়ারও নির্দেশ দিয়েছেন। 

প্রসঙ্গত, ৩য় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে তিনজন প্রার্থীর একজন আনারস প্রতীকের এমদাদুল হক রানা সরদার। প্রতীক পেয়ে আচরণ বিধি লঙ্ঘন করে মিছিল করেন তিনি।

অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবুল কালাম আজাদ (মোটর সাইকেল) রিটার্নিং অফিসার বরাবর রানা সরদারের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের লিখিত অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে তাঁকে নির্বাচন কমিশনে তলব করে জবাব দিতে বলা হয়। তার দেয়া জবাবে সন্তুষ্ট না হওয়ায় তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।


আরও পড়ুন

ঈশ্বরদীর চেয়ারম্যানপ্রার্থী রানা সরদারের প্রার্থিতা বাতিল

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.