× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেট ৮ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তিতে মানুষ

মাহমুদ খান, সিলেট ব্যুরো

২৮ মে ২০২৪, ১৪:২০ পিএম

বিদ্যুৎলাইনে গাছ পড়ে তার ছিঁড়ে গেছে, ছবি : প্রতিনিধি (সংবাদ সারাবেলা)

সিলেটে আট ঘণ্টা ধরে বিদ্যুৎহীন হয়ে পড়েন কয়েক হাজার গ্রাহক। হঠাৎ বিদ্যুতের এমন বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। গত রোববার সকাল ৭টা থেকে সিলেটের বেশিরভাগ এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।

ঘুর্ণিঝড়ের প্রভাবে বিদ্যুৎলাইনে ফল্ট হয়েছে সে কারণে এ অবস্থা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের সহকারী প্রকৌশলী মো. জারজিসুর রহমান রনি।

খোঁজ নিয়ে জানা যায়, সিলেটের কিছু এলাকায় গাছ বিদ্যুৎলাইনের ওপর পড়ে আছে। অনেক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে গেছে সেগুলো সংস্কার কাজ করছেন বিদ্যুৎ বিভাগের লোকজন।

এ ব্যাপারে লামাবাজার পয়েন্টের অনলাইন ব্যবসায়ী শামীম আহমদ সুমন বলেন, সকাল থেকে বিদ্যুৎ নেই, এখন কলেজ আবেদনের সময় বিদ্যুৎ না থাকায় কোনো কাজ করা যাচ্ছে না। তাই অনেক শিক্ষার্থী ভর্তি আবেদন করতে এসে ফিরে যাচ্ছেন। 

ভর্তি আবেদন করতে আসা ফয়সল আহমেদ জানান, দুই দিন থেকে ভর্তি আবেদনের জন্য চেষ্টা করছি কিন্তু হচ্ছে না আজকে আসলে কম্পিউটারের দোকানে কিন্তু এসে দেখি বিদ্যুৎ নেই। এখন কিছু করার নাই, আবার আসতে হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের সহকারী প্রকৌশলী মো. জারজিসুর রহমান রনি বলেন, লাইনে ফল্ট থাকার কারণে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গাছ পড়ে, লাইন ছিঁড়ে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আবার দুর্ঘটনা এড়াতে অনেক এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। 

তবে কাজ এখন প্রায় শেষ পর্যায় কিছুক্ষণের মধ্যে গ্রাহকরা বিদ্যুৎ পাবেন বলে জানিয়েছেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.