গাজীপুরের মাওনা- কালিয়াকৈর আঞ্চলিক সড়কে দ্রুতগতির মালবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ১ যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুত্বর আহত হয়েছে আরও ৫ জন।
মঙ্গলবার (২৮ মে) সকাল ৯টার দিকে জেলার মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের চাপাইর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মীর আলম (৪৩)। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশাটি চালকসহ ৬ জন যাত্রী নিয়ে কালিয়াকৈর বাজারের দিকে যাচ্ছিল। এসময় চাপাইর ব্রিজের কাছে পৌছলে কালিয়াকৈরগামী একটি মালবাহী ভ্যান অটোরিকশার পিছনে সজোড়ে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে পড়ে। এসময় অটোরিকশার ভেতরে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়াও আরও ৫ জনকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানের আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।