ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নির্বাচিত চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১ জন চেয়ারম্যান, ১ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও ১ জন মহিলা ভাইস চেয়ারম্যানদ্বয়ের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, পুরুষ ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার আসমা।
শপথগ্রহণ অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলয় রহমানসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।