× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদলগাছীতে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

২৯ মে ২০২৪, ১৬:১২ পিএম

নওগাঁর বদলগাছীতে সরকারি খাদ্য গুদামে চলতি ইরি বোরো মৌসুমেরু ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা খাদ্য গুদামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. আতিয়া খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন ৪৮,নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুল আলম খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারী, কোলা ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন, উপজেলা খাদ্য পরিদর্শক মশিউর রহমান মিঞা, খদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ও উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক মান্নান পলাশ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা মিল মালিকগণ , বিশিষ্ট ধান ব্যবসায়ী ও উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক গণ।

উপজেলার জিধিরপুর গ্রামের কৃষক মামুনুর রশিদের ৫০০ কেজি ধান দিয়ে এই সংগ্রহের উদ্বোধন করা হয়।  

চলতি ইরি বোরো মৌসুমে এই উপজেলায় সরকার ৩২ টাকা কেজি দরে ১ হাজার ১৭০ মেঃটন ধান, ৪৫ টাকা কেজি দরে ১৩৬ মেঃটন সিদ্ধ চাল ও ৩৪ টাকা কেজি দরে ১৫৮ মেঃটন গম সংগ্রহ করবে। এই সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.