খাগড়াছড়ির দীঘিনালায় অতিবৃষ্ঠি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আশ্রয় কেন্দ্রের অবস্থানরত ক্ষতিগ্রস্ত শতাধিক মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে সেনাবাহিনী।
বুধবার (২৯ মে) সকাল ১০টায় উপজেলার ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে শতাধিক পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেন দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. ওমর ফারুক।
তিনি বলেন, ‘সাময়িক জলাবন্ধতায় আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া পানিবন্ধি মানুষদের যাতে খাবার সংকট না থাকে। তাই প্রয়োজনীয় কিছু খাবার সামগ্রী নিয়ে সেনাবাহিনী ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে।’
তিনি আরো বলেন, ‘সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে নিয়োমিত কাজের পাশাপাশি স্থানীয় নাগরিকদের বিভিন্ন সংকটে পাশে থেকে কাজ করেছে। যা অতীতের মতো ভবিষ্যৎতেও অব্যাহত থাকবে।’
এসময়, দীঘিনালা সেনা জোনের এডজুটেন্ট এম. এ. মোমেন শিহাব, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী প্রমুখ উপস্থিত ছিলেন।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দীঘিনালা উপজেলায় মেরুং ও কবাখালী ইউনিয়নে অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। যে কারণে ২১টি আশ্রয় কেন্দ্র প্রস্তত করেছে প্রশাসন। এর মধ্যে কয়েকটি আশ্রয় কেন্দ্রে পানিবন্দি মানুষের ত্রাণ সহায়তা ও গরম খাবারের ব্যবস্থা করে স্থানীয় প্রশাসন।
উপজেলার ১নং মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী বলেন, ‘আমার ইউনিয়নের অন্তত ২০টি গ্রামে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাদের উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী পক্ষ থেকে ত্রাণ সামগ্রি বিতরণ করেছেন।’