× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবি পৌরসভায় অনলাইন নাগরিক সেবার উদ্বোধন

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

২৯ মে ২০২৪, ১৯:১৭ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভায় সাধারণ মানুষের বিভিন্ন ধরনের সেবা গ্রহণে ভোগান্তি লাঘবে অনলাইন ভিত্তিক  নাগরিক সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

পাঁচবিবি পৌরসভার আয়োজনে বুধবার (২৯ মে) দুপুর ২টায় পৌর কার্যালয়ে পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহসান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন  রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সবুর আলী, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমিনুল হক বাবুল, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র নুর হোসেন,  মোশাইদ আল আমিন সাদ, আনিচুর রহসান বাচ্চু, মামুন ফকির, আমজাদ হোসেন, মুনসুর রহমান,  মুক্তিযোদ্ধা ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি পৌর কার্যালয়ে উপস্থিত হলে পৌর সভার পক্ষ থেকে লাল গালিচা বিছিয়ে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শেষে পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আব্দুল হারিম সাবুর অনলাইনে নাগরিক সনদপত্র প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.