পটুয়াখালীর বাউফলে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকা পরিদর্শন করেছেন দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি।
বুধবার (২৯ মে) তিনি দুগর্ত এলাকায় পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে এসব ত্রাণ সামগ্রী পাঠানো হয়।
এছাড়াও তিনি একই দিন বিকাল সাড়ে ৪টায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২শ ৫০ জন পরিবারের মধ্যে এক ব্যান্ডেল করে ঢেউটিন বিতরণ করেন। উপজেলা পরিষদ চত্বর থেকে এ ঢেউটিন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসারেফ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী, বাউফল অফিসার ইনচার্জ (ওসি) শেনিত কুমার গায়েন, ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, পৌর আওয়ামী লীগের সাভাপতি ইব্রাহিম ফারুক, চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লা, কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক অপু, ধুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সামসুল কবির নিশাত প্রমুখ।