মানিকগঞ্জ জেলার সদর ও সাটুরিয়া উপজেলায় গতকাল বুধবার (২৯মে) ৩য় ধাপের ৬ষ্ঠ উপজলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলায় মোটরসাইকেল প্রতিকে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে সুদেব কুমার সাহা এবং সাটুরিয়া উপজেলায় মোটরসাইকেল প্রতিকে বিজয়ী হয়েছেন মোঃ শাহজাহান আলী।
প্রথম বারের মত ইলেকট্রনিক ভোটার মেশিন (এভিএম) এর মাধ্যমে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহন। দুইটি উপজেলাতেই ভোটার উপস্থিতি ছিল কম।
মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার সম্মেলন কক্ষে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন দুই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা।
মানিকগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে সুদেব সাহা (মোটর সাইকেল) ৩৪ হাজার ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো: ইসরাফিল হোসেন (কাপ পিরিচ) পেয়েছেন ৩১৫৫৯ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুল লতিফ তোতা (টিউবওয়েল) ৩৪৩৬৩ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সাদিকুল ইসলাম সোহা (তালা) প্রতীকে ২৩০৪৭ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুমি খানম ফুটবল প্রতীক নিয়ে ৩৬১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সালমা আক্তার (কলস) প্রতীকে পেয়েছেন ৩৪০৬৩ ভোট।
অপরদিকে, সাটুরিয়া উপজেলায় চেয়ারম্যান পদে মো. শাজাহান আলী সাজু মোটর সাইকেল প্রতিক নিয়ে ২২ হাজার ৮ শত ৩২ ভোট পেয়ে বেসরকারী ভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আমজাদ হোসেন লালমিয়া কাপ পিরিচ প্রতিক নিয়ে ১৫ হাজার ৩ শত ৬১ ভোট পেয়েছেন ।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো.সোহেল রানা মাইক প্রতিক নিয়ে ২০ হাজার ৪ শত ২৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাশার তালা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৭ হাজার ২ শত ৬৮।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুন্নি আক্তার প্রজাপতি প্রতিক নিয়ে রেকর্ড পরিমাণ ৪২ হাজার ১শত ৫৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিউলি আক্তার ফুটবল প্রতিকে ভোট পেয়েছেন ১৩ হাজার ৫শত ১১ ভোট।
উল্লেখ্য, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচনে ফল ঘোষণায় বিলম্ব হওয়ায় রাতে আধা ঘণ্টা ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সুদেব সাহার কর্মী সমর্থকরা। এসময় ব্যস্ততম মহাসড়কে আটকে তীব্র গরমে চরম দুর্ভোগে পড়েন পরিবহন চালক ও যাত্রীরা।
পরে পুলিশ, র্যাব, ও বিজিবি ঘটনাস্থলে এসে অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে থেকে জানা যায়, সদর উপজেলায় ১০ টি ইউনিয়ন, ১ টি পৌরসভায় মোট কেন্দ্র ছিল ১১০ টি, ভোট কক্ষ ৭৩৯, ভোটার সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজার ৮ শত ২৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৮ হাজার ৫৫৯ জন, নারী ১ লাখ ৩৮ হাজার ২৬৪ জন।
সাটুরিয়া উপজেলায় ইউনিয়ন ৯ টি, ভোট কেন্দ্র ৬০টি, ভোট কক্ষ ৪৩৮টি, মোট ভোটার ১ লাখ ৫২ হাজার ৩৪৭ জন। এর মধ্যে পুরুষ ৭৬ হাজার ২৭৫ জন, নারী ৭৬ হাজার ০৭২ জন ছিল।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh