ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লালমনিরহাট সদর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৪১ হাজার ৪৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকবাল হোসেন মামুন মোটরসাইকেল প্রতীকে লড়াই করেছেন। তিনি পেয়েছেন ৯ হাজার ৪০৭ ভোট।
বুধবার (২৯ মে) রাতে ভোট গণনা শেষে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা লুৎফর কবির সরকার। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে এরশাদুল করিম রাজু (চশমা)প্রতিকে ১৪ হাজার ৮ শত ৬৫ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দি রাকিবুল ইসলাম (মাইক) প্রতিকে ১০হাজার ৬শত ৭ ভোট পেয়েছেন। লালমনিরহাট সদর উপজেলায় ৬ জন ভাইস চেয়ারম্যান পদে ভোটের মাঠে লড়ছেন। এর আগে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন লতিফা বেগম।
এদিকে বিকেলে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের, চিনিপাড়া সরকারি বিদ্যালয় ভোট কেন্দ্র সহ কয়েকটি সেন্টারে জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে বিকেলে লিখিত অভিযোগ করেন। মোটর সাইকেল (প্রতিক) চেয়ারম্যান প্রার্থী অ্যাড ইকবাল হোসেন মামুন। এসময় তিনি লিখিত অভিযোগ করেন ভোট বাতিল করে পুনঃনির্বাচন দাবি করেন।