× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাটুরিয়ায় আ’লীগ প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান হলেন জাসদের সাজু

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

৩০ মে ২০২৪, ১৫:১৬ পিএম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সাটুরিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে শাহজাহান আলী (সাজু) বিজয়ী হয়েছেন।

তিনি প্রায় সাড়ে সাত হাজার ভোটের ব্যবধানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন লাল মিয়াকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়। শাহজাহান আলী জাসদের কেন্দ্রীর কমিটির সাংগঠনিক সম্পাদক।

বুধবার (২৯ মে) রাতে সাটুরিয়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

জানা গেছে, সাটুরিয়া উপজেলার মোট ৬০টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে শাজাহান আলী মোটরসাইকেল প্রতীকে ২২ হাজার ৮৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলাপরিষদের সদস্য আমজাদ হোসেন লাল মিয়া কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৩৬১ ভোট।

উপজেলায় চেয়ারম্যান পদে মোট ছয়জন প্রার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ও জাসদের একজন, স্বতন্ত্র একজনসহ আওয়ামী লীগের চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন 


এছাড়ার ভাইস চেয়ারম্যান পদে সোহেল রানা মল্লিক ২০৪২৫ ভোট (বিএনপি বহিষ্কৃত), ও মুন্নি আক্তার ৪২১৯৮  ভোট  (বিএনপি বহিষ্কৃত) পেয়ে বিজয়ী হয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.