× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কিশোরগঞ্জের চার উপজেলায় বিজয়ী যারা

কিশোরগঞ্জ প্রতিনিধি

৩০ মে ২০২৪, ১৫:৩৩ পিএম

তৃতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বুধবার। কিশোরগঞ্জের চারটি উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৯ মে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়।

উপজেলা ৪টি হলো করিমগঞ্জ, তাড়াইল, ইটনা ও মিঠামইন। সকালে ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে কিছু কিছু কেন্দ্রে ভোটারদের লাইন লক্ষ্য করা গেছে।

এদিকে করিমগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট মোজাম্মেল হক খান মাখন। তিনি হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন পেয়েছেন ২৭ হাজার ৯২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিউল আলম জনি দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৬৪৮ ভোট।

তাড়াইল উপজেলায় বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম ভূইয়া শাহিন। তিনি পেয়েছেন ৩৯ হাজার ৭২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী মোটর সইকেল প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৬৩৫ ভোট।

ইটনা উপজেলায় বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান চৌধুরি কামরুল হাসান। তিনি কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৪৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আবুল কাউছার খান মিলকী মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ১৯০ ভোট।

মিঠামইন উপজেলায় টানা ২য় বারের মত চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন হাওরকন্যা খ্যাত বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম। মোটর সাইকেল প্রতীক নিয়ে আলহাজ্ব আছিয়া আলম পেয়েছেন ২৩ হাজার ৫৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল আনারস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৫৬৪ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ জানান, ৩য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দশনা দেয়া হয়। তিনি আরও জানান, উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় জোরালো প্রস্তুতি। র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন ছিলো। এছাড়া প্রতিটি কেন্দ্রেই পুলিশ ও আনসার সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলো।

উল্লেখ্য, করিমগঞ্জ উপজেলায় মোট ভোটার করিমগঞ্জ মোট ভোটার ২ লাখ ৭২ হাজার ৯৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪০ হাজার ১৫১ জন। মহিলা ভোটার ১ লাখ ৩২ হাজার ৭৯৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। মোট ভোট কেন্দ্র ৯৯টি।

তাড়াইল উপজেলার মোট ভোটার ১ লাখ ৪৬ হাজার ৯৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৫ হাজার ৯৬৩ জন। মহিলা ভোটার রয়েছেন ৭১ হাজার ১২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। মোট ভোট কেন্দ্র ৫৬টি।

ইটনা উপজেলায় মোট ভোটার ১ লাখ ৪৬ হাজার ৫০১ জন। পুরুষ ভোটার ৭৫ হাজার ২২৪ জন। মোট মহিলা ভোটার ৭১ হাজার ২৭৭ জন। মোট ভোট কেন্দ্র ৫৭টি।

মিঠামইন উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫ হাজার ৫৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৪ হাজার ৩৭১ জন। মহিলা ভোটার ৫১ হাজার ১৮৫ জন। মোট ভোট কেন্দ্র ৪২টি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.