× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুরে বিজয়ী যারা

নাটোর প্রতিনিধি

৩০ মে ২০২৪, ১৫:৪২ পিএম

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। 

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ৪০,২৪৭ ভোট পেয়ে আনারস প্রতিকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোয়াজ্জেম হেসেন বাবলু চেয়ারম্যান হিসাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতিকের প্রার্থী আনিছুর রহমান পেয়েছেন ২৪,৬৩৪ ভোট। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতিকের প্রার্থী রেজাউল করিম ৪৫,৬৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতিকের চামেলী বেগম ৩১,২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

অপরদিকে, গুরুদাসপুরে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ঘোড়া মার্কা প্রতিকের প্রার্থী আহম্মদ আলী মোল্লা ২০,৩৫৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আনারস প্রতীকের প্রার্থী আতিয়ার রহমান বাঁধন পেয়েছেন ১৯,৯০৩ ভোট। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতিকের প্রার্থী শরিফুল ইসলাম ২২,৩৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতিকের সাহিদা আক্তার মিতা ২৯,২৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। গুরুদাসপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন,  ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বীতা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.