নীলফামারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে জেলা ইপিআই ভবনে সাংবাদিকদের এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ আবু হেনা মোস্তফা কামাল বলেন, এবারে নীলফামারীতে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল ৩১ হাজার ৩শ ৯২ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল ২ লাখ ৭৫ হাজার ৬শ ৫৩ জন শিশুকে ১ জুন খাওয়ানো হবে।
এসময় সিভিল ডাঃ মোঃ আতিউর রহমান শেখ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাদের, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, আব্দুল বারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।