৬ষ্ঠ উপজেলা পরিষদ ৩য় ধাপের নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে ৬৯ হাজার ৭০৪ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু। তার নিকটতম প্রতিদ্বন্ধী জেলা আইনজীবী সমিতির সম্পাদক এডভোকেট রহমত উল্যা বিপ্লব ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছে ৬ হাজার ৩৯৭ ভোট।
এদিকে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নতুন মুখ।
ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীক নিয়ে ৩৩ হাজার ৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউছুফ পাটোয়ারী, তার নিকটতম প্রতিদ্বন্ধী মাইক প্রতীকে সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যা পেয়েছে ৩১ হাজার ১৫৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে আওয়ামীলীগ নেত্রী ফরিদা ইয়াসমিন লিকা ৪১ হাজার ৭৬৮ পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী হাঁস প্রতীক নিয়ে সাবেক ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার ২৮ হাজার ৭১৫ ভোট পেয়েছেন।
এর আগে ২৯ মে রাত সাড়ে ১২ টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি ভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা পদ্মাসন সিংহ।
উল্লেখ্য, লক্ষ্মীপুর সদর উপজেলার ২১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোট কেন্দ্র ১৯২টি। এতে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ১৯ হাজার ৬৪৫ জন। এর মধ্যে ৮৪ হাজার ৫৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।