× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ, আত্মহত্যার হুমকি নারীর

ঝিনাইদহ প্রতিনিধি

৩০ মে ২০২৪, ১৮:১২ পিএম

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ৮নং চাঁদপুর ইউনিয়নের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলামিন হোসেনের বিরুদ্ধে কলেজ পড়ুয়া এক নারীকে প্রেমের ফাঁদে ফেলে ভুয়া কাবিননামা দিয়ে বিয়ের নাটক সাজিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে।

অভিযুক্ত ইউপি সদস্য অত্র ইউনিয়নের সোনারদাইড় গ্রামের মো. হান্নান মোল্লার ছেলে।

এ ঘটনায় মঙ্গলবার (২১মে) দুপুরে ঝিনাইদহের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনাল আদালতে মামলাটি করেন ভুক্তভোগী (সামাজিক নিরাপত্তার স্বার্থে নাম পরিচয় গোপন রাখা হলো) ওই নারী।

মামলা সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্ক গড়ে তুলে ওই নারীকে একাধিকবার বিভিন্ন স্থানে নিয়ে যেয়ে তার সাথে অবৈধ শারীরিক মেলামেশা করেন আলামিন। এছাড়া ভুয়া কাবিননামা দিয়ে বিয়ের নাটক সাজিয়ে স্ত্রী পরিচয়ে ও দীর্ঘদিন ধরে ওই নারীকে ধর্ষণ করেন। পরে ওই নারী বুঝতে পারে যে আলামিন বিয়ের নামে তার সঙ্গে প্রতারণা করেছে এবং তার দেখানো কাবিননামাটি ভুয়া। এ বিষয়ে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। একপর্যায়ে স্ত্রীর স্বীকৃতি চাইলে অভিযুক্ত আলামিন ভুক্তভোগী ওই নারীকে বলেন, তোমার সাথে আমার কোনো বিবাহ হয়নি। তখন কাজী ডেকে মৌখিক যে বিবাহ হয়েছিল সেটা সম্পূর্ণ ভুয়া। সবই ছিল নাটক।

এ সকল বিষয়ে ভুক্তভোগী ওই নারী  সাংবাদিকদের বলেন, ব্যক্তিগত কাজের প্রয়োজনে চাঁদপুর ইউনিয়ন পরিষদে যেয়ে আলামিনের সাথে পরিচয় ঘটে। আমার কাজটি করে দেবার সুবাদে সে আমার ফোন নাম্বারটি নেয় এবং পরবর্তী সময়ে বিনা প্রয়োজনে সে আমার সাথে ছলেবলে কৌশলে আবেগি কথাবার্তা বলে ও  প্রেমের প্রস্তাব দেয়। আমিও তার প্রস্তাবে রাজি হয় এবং আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় আমাকে একদিন যশোরে তার এক ভাবীর বাড়িতে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে। আমি অনেক কান্নাকাটি করলে তার ভাবী ও আলামিন মেম্বার আমাকে বিবাহ করবে বলে প্রতিশ্রুতি দেয় এবং সে মোতাবেক একদিন তার চাচাতো ভাইয়ের বাড়িতে  কাজী ডেকে ভুয়া কাবিন তৈরি করে আমাকে বিবাহ করে যা আমি সত্যি মনে করি। এরপর থেকে সে আমাকে তার স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে নিয়ে যেয়ে অবাধে মেলামেশা করতে থাকে। পরে আমি বুঝতে পারি আলামিন বিয়ের নামে আমার সঙ্গে প্রতারণা করেছে এবং তার দেখানো কাবিননামাটি ভুয়া। তখন স্ত্রীর স্বীকৃতি চাইলে সে আমার সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়।

ভুক্তভোগী ওই নারী আরও জানায়, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন আলামিনকে প্রশ্রয় দিচ্ছে যে কারণে আদালতে মামলা দায়েরের পর থেকে আলামিন আমাকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। এমনকি মামলা তুলে না নিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে  আমার অশ্লীল ছবি ভাইরাল করে দিবে বলেও জানিয়েছে।

তিনি আরও বলেন, আমি যদি সঠিক বিচার না পাই তবে আত্মহত্যা করবো এবং আমার আত্মহত্যার জন্য দায়ী থাকবে মেম্বার আলামিন ও চেয়ারম্যান কামাল।

এদিকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ইউপি সদস্যের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনভাবেই সাংবাদিকদের সাথে দেখা করেননি।

এ বিষয়ে চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, আমি ঘটনাটি সম্পর্কে জেনেছি। ঝিনাইদহ র‌্যাব-৬ থেকে আলামিনকে ডাকা হয়েছিলো তখন আমি সাথে গিয়েছিলাম এবং বিষয়টি পারিবারিক সমাধানের করার চেষ্টা করেছি। কিন্তু আলামিন প্রথমে ওই মেয়েকে সামাজিক ভাবে বিবাহ করতে চাইলেও পরবর্তীতে আর রাজি হয়নি যে কারণে আমি এই ঘটনার ভেতর থেকে বের হয়ে গেছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.