বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র আবুল খায়ের আবদুল্লাহর ব্যবহার করা স্লোগানকে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মাসুদ সিকদার নামের এক যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ মে) রাতে নগরীর রূপাতলী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, নগর ভবনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ সিকদারকে গ্রেপ্তার করে। মাসুদ সিকদারের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নে হলেও সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের স্টেডিয়াম কলোনিতে থাকেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার মাসুদ সিকদারকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ দাবি করেছে, বরিশাল সিটি কর্পোরেশন এবং মেয়রকে নিয়ে অপপ্রচার চালানোয় সংক্ষুব্ধ ব্যক্তি মামলা দায়ের করেছেন।
তবে মাসুদ সিকদারের ফেসবুক প্রোফাইলে দেখা গেছে, গত ২৫ মে থেকে ২৯ মে পর্যন্ত মোট ৭টি পোস্ট দিয়েছেন তিনি। পোস্টগুলোতে রাজনীতির বিষয় ইঙ্গিত থাকলেও কারও নাম উল্লেখ নেই। এর মধ্যে একটি পোস্টে লিখেছেন, ‘ঘূর্ণিঝড় রেমাল চোখে আঙুল দিয়ে বুঝিয়ে গেল, বরিশাল সিটি কর্পোরেশন অভিভাবকশূন্য’। আরেকটি পোস্টে লিখেছেন, ‘নতুন বরিশালের অঙ্গীকার, জনগণের মধ্যে হাহাকার!’
এর মধ্যে ‘নতুন বরিশালের অঙ্গীকার’ স্লোগানটি সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর নির্বাচনী স্লোগান। যেটি নগর ভবনেও স্লোগান হিসেবে প্রদর্শিত আছে।
উল্লেখ্য, মাসুদ সিকদার বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী। তিনি নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিলেও কোনো সংগঠনে তার পদ নেই।