× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কচুয়ায় ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

কচুয়া ( চাঁদপুর)) প্রতিনিধি

০১ জুন ২০২৪, ২৩:১২ পিএম

চাঁদপুরের কচুয়ায় সংঘবদ্ধ মাদক পাচারকারী দলের ৩ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ। চক্রটির সকল সদস্যই নারী এবং সকলের বাড়ী কুমিল্লা জেলায়। অভিনব কায়দায় শিশু বাচ্চাকে কোলে নিয়ে দরিদ্র-অসহায় নারীর বেশ ধারণ করে যাত্রীবেশে কুমিলার সীমান্তবর্তী  এলাকা হতে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেয় চক্রটি।

এভাবেই বড় বড় কালো পলিথিনে ভরে গাঁজার ৫টি প্যাকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করে ভিন্ন ভিন্ন স্থান থেকে সিএনজি'তে যাত্রী সেজে উঠে গত ৩০ মে বিকেল অনুমান সাড়ে ৩ টার  দিকে কচুয়া থানাধীন শ্রীরামপুর সাকিনস্থ বিল্লালের মাছের প্রজেক্টের সামনে নামলে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই মামুন সরকার, এসআই দেলোয়ার হোসেন ও এএসআই মোরশেদ আলমের নেতৃত্বে একটি চৌকষ টিম  পাকা রাস্তার উপর থেকে তাদের উল্লেখিত গাঁজা সহ হাতে নাতে আটক করে। আটককৃতরা হলেন  কুমিল্লা জেলার কোতয়ালী থানার ০৩নং দূর্গাপুর ইউনিয়নের শাসনগাছা গ্রামের মোঃ ফয়সাল মিয়ার স্ত্রী মোসাঃ হেলেনা বেগম (৩৫), ধর্মপুর গ্রামের মৃত জামাল হোসেনের স্ত্রী মোসাঃ নাজমা (৫০) এবং মৃত জামাল হোসেনের স্ত্রী রুপা আক্তার (৩৫)।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীগন উদ্ধার ও জব্দকৃত ১২ কেজি গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হইতে কম মূল্যে ক্রয় করে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাইতেছিল মর্মে স্বীকার করে। পুলিশের অপরাধ রেকর্ড পর্যালোচনা করে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ২/৩ টি করে পূর্ববর্তী মাদক মামলার রেকর্ড পাওয়া যায়। এ ঘটণায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কচুয়া থানার মামলানং-১৫,তারিখ:৩০/০৫/২০২৪ ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ) রুজু করা হয়েছে এবং  আসামীদের কোর্টে সোপর্দ করা হয়েছে।
কচুয়া থানার ওসি মোঃ মিজানুর রহমান বলেন, চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে।
চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার কচুয়া সার্কেল মোঃ রিজওয়ান সাঈদ জিকুর তত্বাবধানে এ অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.