× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেরানীগঞ্জে পরিবহন চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৪

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

০৪ জুন ২০২৪, ১৮:২২ পিএম

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে পরিবহন চাঁদাবাজ চক্রের অন্যতম মুলহোতা মো. ইমরান ওরফে মাইকেলসহ ৪ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। 

সোমবার (৩ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল কদমতলী সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনার সময় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ ইমরান অরফে মাইকেল (৪৪), মোঃ অনিক হাসান অরফে রানা (৩২), মোঃ সুমন মিয়া (৪২) ও মোঃ আবুল খায়ের (৪২)। এসময় তাদের কাছ থেলে আদায়কৃত চাঁদার নগদ টাকা, প্লাস্টিকের পাইপ ও লাঠি উদ্ধার করা হয়।  

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এম জে সোহেল জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ, কোতয়ালী, ও যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচরনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.