× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাগরে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় জেলেরা

শাহিন খান, পটুয়াখালী

০৪ জুন ২০২৪, ২২:২২ পিএম । আপডেটঃ ০৪ জুন ২০২৪, ২২:২৫ পিএম

সাগরে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞায় উপকূলের জেলেরা পরিবার পরিজন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

সাগরে মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে রোববার (২০ মে) মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা।
 
সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ঘোষিত এ নিষেধাজ্ঞা চলবে ২৩ জুলাই রাত ১২টা পর্যন্ত। এই সময়ে দেশের সামুদ্রিক জলসীমানায় সব ধরনের মাছ শিকার, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ থাকার কথা বলা হয়েছে।

এদিকে দুই মাসের বেশি সময় সাগরে মাছ ধরা বন্ধের ঘোষণার পর থেকে ট্রলার নিয়ে তীরে ফিরে এসেছেন জেলেরা এবং অবসর সময়ে এখন তারা ট্রলার মেরামত ও জান বোনায় সময় কাটালেও এ উপকূলের জেলেরা পরিবার পরিজন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটার একাধিক জেলে জানান, বছর জুড়ে ছিল ইলিশের আকাল। এতে জেলে ও ট্রলার মালিকরা ঋণে জর্জরিত হয়ে পড়েছেন। তার ওপর চলছে সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা চলাকালীন এ সময়ে প্রকৃত জেলেদের সরকারি খাদ্য সহায়তা বাড়ানোর দাবি জানান তারা।

কলাপাড়া এলাকার জেলে শানু মিয়া বলেন, 'নিষেধাজ্ঞার কারণে ট্রলার নিয়ে ঘাটে ফিরে এসেছি নিষেধাজ্ঞার শুরুতেই। এ বছর সাগরে মাছের আকাল ছিল। যতবার গভীর সাগরে মাছ ধরতে গিয়েছি, ততবারই লোকসান গুনতে হয়েছে। এনজিওর লোন নিয়ে মানসিক দুশ্চিন্তায় আছি। আর মহাজনের দাদনের টাকা কেমনে পরিশোধ করব?'

আরেক জেলে ইয়াসিন মিয়া বলেন, '৬৫ দিনের নিষেধাজ্ঞায় আমাদের মাত্র ৮৬ কেজি চাল দেওয়া হবে। পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। এই চালে কিছুই হবে না। সরকারের কাছে প্রণোদনা বাড়ানোর দাবি জানাচ্ছি।'

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, 'নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞাকালীন পুরো সময়ে পার্শ্ববর্তী দেশের জেলেদের অনুপ্রবেশ বন্ধে সাগরে নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে। কলাপাড়া উপজেলার নিবন্ধিত ১৮ হাজার ৩০৫ জন জেলেকে ৮৬ কেজি করে চাল দেওয়া হবে। জেলেদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।'

সরকারি পৃষ্ঠপোষকতায় উপকূলীয় জেলে পরিবারগুলো স্বাবলম্বী হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.