মাদারীপুরের কালকিনিতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা জাতিসংঘ কর্তৃক নির্ধারিত-২০৩০ ইং সালের মধ্যে অর্জিতব্য ১৭টি উন্নয়ন লক্ষ্যমাত্রার মানসম্মত শিক্ষা এসডিজি-৪ বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ চাহিদা সম্মন্ন শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনের জন্য মাদারীপুরের কালকিনিতে শিশু শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা সমন্বয় অফিসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেয়ার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.বদিউজ্জামান,সহকারী শিক্ষা অফিসার কালকিনি মডেল ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা হেমায়েত প্রমুখ।