ভূমি পুনরুদ্ধার, মরুময়তা রোধ ও খরা সহনশীলতা অর্জন --এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
বুধবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস।
সারা বিশ্বের প্রায় অর্ধেক জনগোষ্ঠীর জীবন-জীবিকা আজ ভূমির অবক্ষয়জনিত কারণে ক্ষতির সম্মুখীন। গ্রামীন জনগণ, প্রান্তিক চাষী এবং অতি দরিদ্র জনগণ এর ফলে নিদারুণভাবে ক্ষতিগ্রস্থ। এ প্রেক্ষাপটে বর্তমান সময়ের অতিব জরুরি এ পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে অবক্ষয়িত ভূমি পূনরুদ্ধারের বিষয়ে আমাদেরকে কার্যকর এবং সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে, যা এ বছরের প্রতিপাদ্যে বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।
দিবসটি উদপানের জন্য জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জে বিভিন্ন কর্মসূচী পালন করেছে, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, সাইকেল র্যালি, শোভাযাত্রা, বিনামূল্যে গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ইত্যাদি। সাইকেল র্যালিটি নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
৫ জুন পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ৯টায় বেলুন উড়িয়ে পরিবেশ দিবসের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। এর পরই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে শোভাযাত্রা ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র্যালিতে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন সাগরসহ বিভিন্ন শিল্প কারখানার প্রতিনিধিবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ, এনজিও সংগঠন, সুশীল সমাজ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটিসহ বিভিন্ন ব্যক্তিবর্গ র্যালিতে অংশগ্রহণ করেন।
পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান, আবাসন প্রকল্প, ইটভাটা স্থাপন, রাস্তা-ঘাট নির্মাণ ইত্যাদি অবকাঠামো উন্নয়নের ফলে ভ‚মির আকার ক্রমশ সংকুচিত হয়ে আসছে। এ প্রেক্ষিতে দেশের পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থা সংরক্ষণে যথাযথ উদ্যোগ, গণসচেতনতা ও দায়িত্ববোধ সৃষ্টি অপরিহার্য। তিনি আরো বলেন, দিন দিন আমাদের ফসলি জমি কমে যাচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে একই সঙ্গে কমছে গাছ-পালা, বন-জঙ্গল। তার চেয়ে বড় বিষয় আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে ন্যান্য জলাধারের অবস্থাও সংকটাপন্ন। দিন দিন যেমন আমাদের ফসলি জমি কমছে, একই সঙ্গে খরায় উর্বরতা হারাচ্ছে জমি। এ পরিস্থিতিতে দেশব্যাপী ব্যাপক প্রচারণা, অপরিকল্পিত নগরায়ন কঠোরভাবে নিষিদ্ধ করা, নদীর পানিপ্রবাহে যথাযথ উদ্যোগ, খাল-বিল ও জলাভূমিসমূহ সংরক্ষণে গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিভিন্ন প্রক্রিয়ায় সরকারের পরিবেশবান্ধব বৃক্ষ রোপণ কার্যক্রম বিশেষভাবে গৃহীত হয়েছে যা প্রশংসার দাবিদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন,অতিরিক্ত পুলিশ সুপার( ট্রাফিক) রুহুল আমিন সাগর,সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান,বক্তব্যদেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মুজাহিদ,বাপার সভাপতি এবি সিদ্দিকী প্রমুখ ৷
আলোচনা শেষে পরিবেশের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। এই সময় পরিবেশবাদী সংগঠন , পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি, স্থানিয় সাংবাদিক ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান ৷ তিনি বলেন,পরিবেশ সুরক্ষা মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগের অন্যতম। টেকসই ভূমি ব্যবস্থাপনা, ভূমি পুনরুদ্ধার কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাসস্থান ও কর্মসংস্থান সৃষ্টি, প্রাকৃতিক পরিবেশ রক্ষা, জলাভূমি ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মরুকরণ ও খরার প্রবণতা হ্রাসে প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন করাই হোক বিশ্ব পরিবেশ দিবসে আমাদের অঙ্গীকার। বিশ্ব পরিবেশ দিবস পালনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও প্রতিবেশের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে।
তিনি আরো বলেন, পরিবেশ শুধুমাত্র কোন ব্যক্তি বা গোষ্ঠির মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবেশের আবেদন সার্বজনীন। বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপনে বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও সংগঠন, সুশীল সমাজ এর স্বতঃস্ফূর্ত নিরবিচ্ছিন্ন সহযোগিতা বাংলাদেশের প্রকৃতি-পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে গৃহীত কর্মকান্ডকে সাফল্যের পথে এগিয়ে নিবে। তিনি পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন এবং পরিবেশ দূষণ রোধে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন ৷
বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ এর তাৎপর্য তুলে ধরে পরিবেশ বিষয়ক প্রামাণ্যচিত্র মাল্টিমিডিয়া/প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয় এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও প্রশমনে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কার্যক্রমের উপর সহকারী পকিচালক শেখ মোজাহীদ সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh