ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে গুলিবিদ্ধ হয়ে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের কলেজ পাড়া খান টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আয়াশ আহমেদ ইজাজ (২৩) জেলা শহরের কলেজ পাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক উদ্ভিদবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলো। আয়াশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ও এদিন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাৎ হোসেন শোভন (আনারস প্রতীক) পক্ষে কাজ করেছিলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় জেলা শহরের মিশন প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন (আনারস প্রতীক) বিজয়ী হওয়ার খবরে সমর্থকরা বিজয় মিছিল বের করে। মিছিলটি কলেজ পাড়া এলাকার খান টাওয়ারের সামনে পৌছলে হঠাৎ আয়াশ আহমেদ ইজাজ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। জনৈক যুবক আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। আয়াশের আত্মচিৎকারে মিছিলে অংশগ্রহণকারী অন্যান্য নেতাকর্মীসহ তখন উক্ত এলাকায় ব্যাপক হৈচৈ শুরু হয়। বিষয়টি দেখার জন্য এলাকার মানুষের ভীড় জমে। রাত আটটার পর তার বন্ধুরা আয়াশকে আড়াই শ’ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। হাসপাতাল অঙ্গনেও কৌতুহলি জনতার ভিড় জমে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরিফুজ্জামান বলেন, গুলিতে আয়াশ আহমেদ ইজাজের মাথার বামপাশের কানের উপরে মারাত্মক ক্ষত রয়েছে। তার সঙ্গে আসা বন্ধুরা বলেছে, গুলি লেগেছে। সিটিস্ক্যান করলে বুঝতে পারবো গুলি কি না। তবে ইজাজের অবস্থা আশঙ্কাজনক।
পরে এ্যাম্বুলেন্স যোগে ঢাকা নেয়ার পথে আয়াশ আহমেদ ইজাজ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় সারা শহরে আলোড়ন সৃষ্টি হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগের কর্মী আয়াশ আহমেদ ইজাজ গুলিবিদ্ধ হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আটকে পুলিশের একাধিক দল কাজ করছে।’
রাত ১০টায় এ সংবাদ লেখা পর্যন্ত নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে জানাজা করে বৃহস্পতিবার তার লাশ দাফন করা হবে বলে তার বন্ধুদের সূত্রে জানা গেছে।