পরিবেশ রক্ষায় যেখানে খালি জায়গা আছে সেখানেই গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি। তিনি বলেন, "আমাদের লক্ষ্য দেশ, জনগণ এবং প্রকৃতিকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষিত করা।”
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে
মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ব্রেকিং দ্য সাইলেন্স" ও "কোডেক" এর সমন্বয়ে "ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস" প্রকল্পের সহায়তায় বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন মহেশখালী উপকূলীয় বন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্যারাবনের কারনে আমরা বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ থেকে সুরক্ষা পাবো। তাই, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রকৃতির বন্ধু গাছ রোপণ ও পরিচর্যা করতে হবে আমাদের।
বুধবার (৫জুন) মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ব্রেকিং দ্য সাইলেন্স" ও "কোডেক" এর সমন্বয়ে "ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস" প্রকল্পের সহায়তায় বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠিত হয়েছে।
এদিকে ব্রেকিং দ্যা সাইলেন্স ও কোডেকসহ বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় দিনব্যাপি বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে ছিল- কুইজ, র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদস্থ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মীকি মারমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান আবু ছালেহ, মহিলা ভাইস চেয়ারম্যান কাজল, মহেশখালী বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা এনামুল হক প্রমূখ।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান,
কোডেকের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন সংস্থার ফাইন্যান্স অফিসার আ.ফ.ম কামরুল ইসলাম ও ফিল্ড অফিসার কহিনুর আক্তার।
ব্রেকিং দ্য সাইলেন্স এর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত সংস্থার ফিল্ড অফিসার আব্দুল হান্নান।
আলোচনা শেষে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
পরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে একাধিক ফলদ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সহযোগি সংস্থা ব্রেকিং দ্যা সাইলেন্স ও কোডেকের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়।