খাগড়াছড়ির দীঘিনালায় প্রশাসন ও একটি বহুজাতিক প্রতিষ্ঠানের বনায়ন প্রকল্পের আওতায় বৃক্ষরোপন ও চারা বিতরণের মধ্যদিয়ে সারা দিনব্যাপী নানান আয়োজনে জাতীয় পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (৫ জুন) সকালে উপজেলা পরিষদে আয়োজিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের মাঝে নানান জাতের বৃক্ষের চারা বিতরণ করে সারাদিনব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করে।
পরে উপজেলার মেরুং ইউনিয়নের বাঁচা মেরুং এলাকায় বহুজাতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় সাড়ে তিনলাখ বৃক্ষের চারা উৎপাদন করতে সক্ষম ‘বনায়ন নার্সারি’ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ।
তিনি বলেন, ‘পরিবেশের জন্য ক্ষতি কমিয়ে আনতে সকলের উচিত বেশি বেশি গাছ লাগানো। বর্ষাকাল এটির জন্য মূর্খ্য সময়। এ নার্সারির সকল চারা বিনামূল্যে বিতরণ করা হবে। বনায়ন প্রকল্পের এ নার্সারি থেকে সাড়ে তিন লাখ চারা উপজেলার বিভিন্ন এলাকায় রোপন হলে কয়েক বছর পর সবুজে সমারহ হয়ে উঠবে।’
ইউএনও মোঃ মামুনুর রশীদ আরো বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্যায় ভাবে বৃক্ষনিধন, কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ ঠেকাতে প্রশাসন, বনায়ন ও বনবিভাগ সম্মিলিত ভাবে কাজ করতে হবে।’
এ ছাড়াও বৃক্ষরোপন ও চারা বিতরণ অনুষ্ঠানের শেষার্ধে উপজেলার মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প এলাকায় বহুজাতিক প্রতিষ্ঠান (বিএটি) বনায়ন এর সহযোগিতায় তিন একর জমিতে বনজ ও ঔষুধি গাছের চারা রোপন কাজের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা কৃষি কর্মকর্তা বাছিরুল আলম।
এ দিকে সারাদিনব্যাপি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাদত হোসেন, হাজাছড়া রেঞ্জ কর্মকর্তা তুহিনুল হক, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জসিম, উপজেলা যুব রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউটের সেচ্ছাসেবীসহ বনায়ন প্রকল্প কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বনায়ন প্রকল্প সূত্র জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিবছর কয়েক লাখ চারা রোপন ও বিনামূল্যে বিতরণ কাজে সহযোগিতা করে থাকে। এবছরে নিজস্ব চাষীদের দিয়ে নার্সারীতে পরিচর্যা করে প্রায় ২৩ প্রজাতির সাড়ে তিন লাখ চারা প্রস্তুত করা হয়েছে। পরিবেশ দিবসে এর উদ্বোধনের মধ্যদিয়ে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকায় এসব চারা বিনামূল্যে বিতরণ ও রোপন করা হবে। এই নার্সারীতে রেইন ট্রি, কাগজি লেবু, মেহগনি, আকাশমনি, পেয়ারা, বেল, হরিতকি, ঝাঁউ, কমলা, শিলকড়ই, ডালিম, কৃষ্ণচূড়া, জাম্বুরা, জারুল, আমরা, রাধাচূড়া, বহেরা, কাঠবাদাম, সোনালু, চিকরাশি, জলপাই, অর্জুন, আমলকি, কাঁঠাল, দেশি নিম, একাশিয়া হাইব্রিড সহ যেনজিয়াম প্রজাতির চারা রয়েছে।
এ ছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় কীটনাশকের পুরাতন প্লাস্টিক বর্জ্য জমা নিয়ে বছর ব্যাপি সবজির বীজ প্রদান করবে বনায়ন।