× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা

০৫ জুন ২০২৪, ২২:৫২ পিএম

গাইবান্ধা জেলায় কর্মরত সাংবাদিকদের সম্মিলিত প্রতিরোধের মুখে ব্যর্থ হয়েছে গাইবান্ধা প্রেসক্লাব দখলের প্রচেষ্টা।

বুধবার সকালে জেলার কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা শহরের কাচারি বাজারস্থ গাইবান্ধা প্রেসক্লাব কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হন। 

আলোচনা সভার শুরুতেই সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর সাবু ও উপদেষ্টা অধ্যক্ষ মোখলেছুর রহমানসহ প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

এছাড়াও সাংবাদিকরা জেলার প্রবীণ সাংবাদিক গোবিন্দলাল দাস, মশিয়ার রহমান খান, এসকে মজিদ মুকুল, কেএম রেজাউল হক, মফিজুল হক তারা, সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীরের প্রতি সম্মান জানান উপস্থিত সকলে। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক কালের কন্ঠের গাইবান্ধা জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন।

এর আগে পূর্বের কমিটি বিলুপ্ত করে সভায় সর্বসম্মতিক্রমে সরদার মো. শাহীদ হাসান লোটন (সম্পাদক চলমান জবাব) সভাপতি ও ইদ্রিসউজ্জামান মোনা (এটিএন বাংলা ও এটিএন নিউজ) কে সাধারণ সম্পাদক করে ২০২৪-২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। 

কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি দীপক কুমার পাল, সহ-সভাপতি অমিতাভ দাশ হিমুন, সহ-সভাপতি মো. খালেদ হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শফিউল ইসলাম, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মনা, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলম, যুগ্ম সম্পাদক জাভেদ হোসেন, যুগ্ম সম্পাদক মিলন খন্দকার, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, দপ্তর সম্পাদক উজ্জল চক্রবর্ত্তী, সাহিত্য সম্পাদক উত্তম সরকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, প্রচার সম্পাদক আবু কায়সার শিপলু, ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা, সমাজ কল্যাণ সম্পাদক রবীন সেন, পাঠাগার সম্পাদক রিপন আকন্দ, কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ সরকার বাবু, আরিফুল ইসলাম বাবু, আফতাব হোসেন, জাহাঙ্গীর আলম, খায়রুল ইসলাম, রেজাউন্নবী রাজু, গোলাম রব্বানী মুসা, মাসুদার রহমান মুকুল, ফিরোজ কবীর মিলন, মাসুম বিল্লাহ, রিয়ন ইসলাম রকি, লালচান বিশ্বাস সুমন, জোবায়দুর রহমান জুয়েল। 

আলোচনা সভায় বক্তব্য দেন সাংবাদিক দীপক কুমার পাল, রেজাউন্নবী রাজু, মো. খালেদ হোসেন, জাভেদ হোসেন, কেএম নিয়ামুল আহসান পামেল, অধ্যাপক শফিউল ইসলাম, মিলন খন্দকার, গোলাম রব্বানী মুসা, জাহাঙ্গীর আলম, খায়রুল ইসলাম, উত্তম সরকার, আবু কায়সার শিপলু প্রমুখ। 

সভায় জেলায় কর্মরত সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে গাইবান্ধা প্রেসক্লাবে অন্তভুর্ক্ত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.