× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পর্যটনকেন্দ্র রাতারগুলে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা চালু

মাহমুদ খান, সিলেট ব্যুরো

০৬ জুন ২০২৪, ০৯:০৯ এএম

সিলেটের গোয়াইনঘাটে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও সেমিনার, পর্যটনকেন্দ্র রাতারগুল পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা চালু, জাফলং পর্যটন কেন্দ্রে জনসচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ করা হয়েছে। 

বুধবার (৫ মে) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। 

এদিন উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুপুর ১টায় র‍্যালি শেষে রাতারগুল পর্যটন এবং জাফলং পর্যটন কেন্দ্রে জনসচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ করা হয়েছে। এসময় স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে রাতারগুলের নৌকাগুলোতে পরিবেশবান্ধব বেতের তৈরি মিনি ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেঞ্জ কর্মকর্তা সালাউদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাতারগুল বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকার সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভাপতি জনাব মো. মাহবুবুল আলম, ইউএসএআইডি ইকোসিস্টেম প্রতিবেশ অ্যাক্টিভিটির রিজিওনাল কো-অর্ডিনেটর জনাব মো. আশরাফুল আলম।

পরে বিকাল ৫টায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষিত জাফলং পর্যটন স্পটে জনসচেতনতা সৃষ্টিতে  র‍্যালি ও পথসভা করা হয়েছে। র‍্যালিতে জাফলংয়ের পর্যটন ব্যবসায়ী,  নৌকা চালক ও মালিকরা অংশ নেয়। 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, ইসিএ গেজেটভুক্ত পরিবেশগতভাবে সংকটাপন্ন জাফলংয়ের ১৪ দশমিক ৩৫ হেক্টর এলাকাসহ সমগ্র পর্যটন এলাকায় পরিবেশ দূষণ প্রতিরোধে সবাইকে পরিবেশ সচেতন কার্যক্রম চালাতে সবাইকে একসাথে কাজ করতে হবে। এলাকার পরিবেশ ও প্রতিবেশ নষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।  ইসিএ ঘোষিত এলাকা হিসেবে জারিকৃত নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গৃহীত হয়েছে এবং ইসিএভুক্ত এলাকার সীমানা পিলার সমূহ দৃশ্যমান করা হবে। ইসিএ ভুক্ত এলাকার মধ্যে নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িত থাকলে কঠোর আইন প্রয়োগ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.