× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টানা ৩য় বার রংপুরে পুরাতন দুই চেয়ারম্যান নির্বাচিত

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

০৬ জুন ২০২৪, ০৯:৪৬ এএম

রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় সারা দে‌শের ন‌্যায় চতুর্থ ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই দুই উপজেলার পুরাতন দুই চেয়ারম্যান টানা ৩য় বারের মতো নির্বাচনে বিজয় অর্জনের মাধ‌্যমে চেয়ারম্যানের চেয়ার‌টি ‌নি‌জে‌দের দখ‌লে নি‌য়ে‌ছেন।

বুধবার (৫ জুন) ভোটগণনা শেষে রাতে বেসরকারিভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক শাহানাজ বেগম।

তারাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৩য় বারের মতো নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান লিটন। তিনি দোয়াত-কলম প্রতীকে ভোট পেয়েছেন ৪১ হাজার ৭৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শাহিনুর ইসলাম মার্শাল মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ২৫ হাজার ১৮৬ ভোট।

তারাগঞ্জ উপজেলা পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত। এতে মোট ভোটার ১ লাখ ১৯ হাজার ২২২ জন। এর মধ্যে পুরুষ ৬০ হাজার ৪৯৮ জন। আর নারী ৫৮ হাজার ৭২৪ জন। এখানে ৫৫টি ভোটকেন্দ্রে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

অপরদি‌কে বদরগঞ্জ উপজেলায় চতুর্থ ধাপে নির্বাচনে চেয়ারম্যান পদে টানা ৩য় বারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী সুইট। তিনি কাপ-পিরিচ প্রতীকে ভোট পেয়েছেন ৬১ হাজার ৫৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান তবিকুর চৌধুরী মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৪৫ হাজার ৭৫২ ভোট।

বদরগঞ্জ উপজেলা একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত। এতে মোট ভোটার ২ লাখ ৪৩ হাজার ৬৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২২ হাজার ৭২১ জন আর নারী ১ লাখ ২০ হাজার ৩৩৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন আটজন। এ উপজেলায় ১০৩টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.