× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুন্সীগঞ্জে হত্যা মামলায় পিবিআই ও সিআইডি তদন্তে অগ্রগতি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

০৬ জুন ২০২৪, ০৯:৫০ এএম

দুই বছর আগে মুন্সীগঞ্জের ফকিরকান্দি গ্রামে একজন অসুস্থ যুবককে গুলি করে হত্যা করা হয় ২০২২ সালের ৩১ মার্চ রোজ বৃহস্পতিবার। এমন অভিযোগে হত্যা মামলাও হয়। পুলিশ, পিবিআই, সিআইডি তদন্ত চালিয়ে যাচ্ছে। সর্বশেষ তদন্ত করে সিআইডি পুলিশ। কিন্তু দুই পক্ষকে সমঝোতায় নেয়ার জন্যই তদন্ত রিপোর্ট ঝুলে গেছে। এমন সময় হত্যা মামলার আসামী দেলোয়ার হোসেনের স্ত্রী রোকেয়া বেগম অভিযোগ করে বলেন, আমাদেরকে ফাঁসাতেই  হত্যাকান্ড ও মামলার ঘটনা ঘটছে।

রোকেয়া বেগম ১৪ জনকে আসামী করে সদর থানায় মামলা করেন। সেই মামলাটিও ঝুলে আছে। কোন অগ্রগতি নেই। হত্যা মামলাটি সিআইডির হাতে। অপরদিকে রোকেয়া বেগমের মামলাটি পিবিআইয়ের কাছে তদন্তাধীন রয়েছে।  

ফলাও করে সকল পত্রিকায় সংবাদ ছাপা হয় মুন্সীগঞ্জে ট্রলিতে আলু পরিবহনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জুয়েল ফকির (২৮) নামের এক যুবক নিহত। বৃহস্পতিবার ভোরের দিকে সদর উপজেলার চরমশুরার ফকির কান্দি গ্রামে এই হত্যা কাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ৫টি বসতঘরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর চালানো হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে স্টোনে টাইপার তানজিলের মাধ্যমেই ভূয়া ওয়ারেন্টের কাগজপত্র তৈরী করে এমন অভিযোগ করেছেন জুয়েল ফকির হত্যার আসামীদ্বয়। প্রতিপক্ষ জানায়, হত্যা মামলা তুলে নেয়া হবে যদি পিবিআইয়ের কাছে তদন্তে যাওয়া মামলাটি তুলে নেয়া হয়। প্রচন্ড রকমের চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন হত্যা মামলার আসামীগণ।  

  পটুয়াখালি জেলার একটি জিআর ২৮০/২০১৯ নং মামলা। এই মামলার ভূয়া ওয়ারেন্টের কাগজ দেখিয়ে মুন্সীগঞ্জ থেকে গ্রেফতার করে সাহেদ আলী মৃধা (৪২) কে। এক মাস জেল খাটার পরে জামিনে মুক্ত হয় সাহেদ আলী মৃধা। ওলি মিয়া (৪৫), মহসিন (৩৮) ও মাসুম (৪২) জামিনের আবেদন করে পটুয়াখালি জেলা জজ আদালতে। মামলার মূল নথিতে এই চারজনের নাম না থাকায় মামলা থেকে অব্যাহতি প্রদান করে বিজ্ঞ আদালত।     

বান্দরবন থানায় মামলার ভূয়া ওয়ারেন্ট কাগজ দিয়ে এস.আই ফিরোজ দেলোয়ার ঢালী, ফিরোজ ঢালী ও জামাল ঢালীকে আটক করে সদর থানায় নিয়ে আসা হয়। কিন্তু ওয়ারেন্টের কাগজ যাচাই বাছাই করতে গেলেই ভূয়া ওয়ারেন্ট আদেশ পেয়ে পরের দিন তিনজনকেই ছেড়ে দেয়া হয়। এমনকি ভূয়া ইটভাটার কাজের চুক্তি পত্রের নথিপত্র আছে। 

 মুন্সীগঞ্জ ও নারায়নগঞ্জ এসপি অফিসের কম্পিউটার অপারেটর তানজিলের মাধ্যমে এই ধরনের অবৈধ আইনবহির্ভূত কার্যকলাপ করে আসছে জুয়েল ফকিরের আত্মীয় শাহিন মাদবর ও হারুন ফকির। তানজিলের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এই ঘটনার সাথে আমি কোনভাবেই জড়িত নই। অপরদিকে এই হত্যাকান্ডের সাথে প্রকৃত খুনিদের আইনের আওতায় আসুক তা আমি চাই। স্থানীয়রা বলছে তানজিলের মাধ্যমে ভূয়া কাগজপত্র তৈরি করে হয়রানী করছে।  

জেলা সিআইডি তদন্ত অফিসার এস.আই মহিবুল জানান, জুয়েল ফকির হত্যাকান্ডের তদন্ত বিষয়ে বেশ অগ্রগতিতে আছি। এই হত্যাকান্ডের সাথে যারা আসামী তারা জড়িত না তা বুঝা যায়। এলাকায় চাপ দিয়ে চেয়ারম্যান ও মেম্বার দিয়ে সমঝোতা করাতে চাচ্ছে এমন অভিযোগ জানতে পেরেছি। বিশেষ করে এই মামলায় কোন সাক্ষী পাচ্ছি না। সাক্ষী পেলে মামলাটি নিষ্পত্তি করতে সহজ হবে। 

শাহিন, আব্দুল গফুর, আওলাদ, রবু, কাউছার এর বিষয়ে কি জানতে পেরেছেন এমন প্রশ্নের জবাবে এরা এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকতে পারে। অধিকতর তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে। 

জুয়েল ফকিরের ভাই আজিজ ফকির বিদেশ থেকে টেলিফোনে আসামী পক্ষকে জানান, আমার ভাইকে রবু বেপারী গুলি করে হত্যা করেছে। এই বিষয়ে আমি দেশে এসে আমার ভাইয়ের হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা করবো। এমনকি আমার বাবাবে হারুন ফকির ও শাহিন মাদবর বিশেষ চাপ প্রয়োগ করে রেখেছেন।    

পিবিআই জেলা পুলিশ এর তদন্তকারী কর্মকর্তা এস.আই দিদারুল জানান, রোকেয়া বাদী হয়ে একটি বিষ্ফোরক মামলায় ১৩জনকে আসামী করা হয়েছে। তদন্ত চলছে। অধিকতর তদন্তের পরে আসল রহস্য বেরিয়ে আসবে।

প্রত্যক্ষদর্শী জাকির ঢালীর স্ত্রী রোজিনা জানান, গুলি করে চারজনে মিলে ধরাধরি করে আনে। রবু, আওলাদ, গফুর, কাওছার, আল আমিন ও ডালিম এই ঘটনার সাথে জড়িত। গফুরের কাছে একটি ফোন আসে সেই ফোনে গফুর বলে জুয়েল ফকিরকে মেরে ফেল। জুয়েল ফকিরকে ধরাধরি করে নিয়ে এসে কুপিয়ে মেরে ফেলে। পিবিআই পুলিশ কর্মকর্তার কাছে স্বাক্ষী দিয়ে আসছে প্রত্যক্ষদর্শী রোজিনা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.