কুমিল্লার হোমনা উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রেহানা বেগম। তিনি দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার রাতে ভোট গণনা শেষে সহকারি রিটার্নিং কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।
উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান রেহানা আনারস প্রতীক নিয়ে ৪০,২৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে একেএম সিদ্দিকুর রহমান পেয়েছেন ১৫,২৩০ ভোট। নির্বাচনে ঘোড়া প্রতীকের মো. শহিদ উল্লাহ পেয়েছেন ৬৪৯ ভোট।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের মোহাম্মদ মকবুল হোসেন পাঠান। তিনি পেয়েছেন ৩৯,৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান টিপু পেয়েছেন ১৫,৯১৬ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী নাজমা হক। তিনি পেয়েছেন ২১,০৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাড. খন্দকার হালিমা পেয়েছেন ১৮,১১৩ ভোট। কলস প্রতীকের শিউলী আক্তার আলো পেয়েছেন ১৪,৮৬৮ ভোট।