× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নওগাঁয় উপজেলা নির্বাচনের শেষ পর্যায়ে নির্বাচিত নতুন ৩ চেয়ারম্যান

নওগাঁ প্রতিনিধি

০৬ জুন ২০২৪, ১৭:৪৬ পিএম

নওগাঁর তিনটি উপজেলা পরিষদ ৪র্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে বুধবার ৫ জুন রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুল হক কমল। তিনি আনারস প্রতীকে ৪১হাজার ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯হাজার ৩৭ভোট।

মহাদেবপুর উপজেলা ছাত্র ও যুবলীগের সাবেক নেতা মাসুদুর রহমান মাসুদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতীকে ৪১হাজার ৮৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম আহসান হাবিবের স্ত্রী আয়েশা বেগম দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৭হাজার ৩৫ ভোট।

এবং সাবেক মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি হেলিকপ্টার প্রতীকে ২৪ হাজার ৮৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডাঃ মাহফুজুর রহমান নয়ন আনারস প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ২২১ ভোট। মাত্র ৬শত ২৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি।

তারা তিন জনই নতুন উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

বেসরকারিভাবে তাদের বিজয়ী ফলাফল ঘোষণা করেন স্ব স্ব উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।

এর আগে এদিন সকাল ৮ থেকে বিকেল চারটা পর্যন্ত জেলার নওগাঁ সদর, মহাদেবপুর এবং মান্দা উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এদিকে নওগাঁ সদর উপজেলায় ভোট পড়েছে ২০ দশমিক ৭৯ শতাংশ, মহাদেবপুর উপজেলায় ৩৭ দশমিক ১০ শতাংশ এবং মান্দা উপজেলায় ২৭ দশমিক ১৯ শতাংশ। বিষয়টি রাতে জেলা প্রশাসকের মিডিয়া সেলে এক বার্তার মাধ্যমে নিশ্চিত করেন জেলা প্রশাসক গোলাম মওলা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.