× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন আবু হুসাইন বিপু

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

০৬ জুন ২০২৪, ১৭:৫৯ পিএম

উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন বীরগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু হুসাইন বিপু। 

বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১০টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনার জাকির হোসেন রংপুর বিভাগের ২১টি উপজেলার ৬৩ জন নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।

এ ছাড়াও এ সময় নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবু হুসাইন বিপু বলেন, বীরগঞ্জের মানুষ আমাকে ভালোবাসে। তারা নিজের আমানত ভোট দিয়ে জয়ী করেছে। পাঁচটি বছর আমি বীরগঞ্জ উপজেলার সাধারণ মানুষদের কামলা হয়ে কাজ করব। সাধারণ খেটে খাওয়া মানুষদের বিপদে পাশে থেকে কাজ করব।  এই জয় আমার একার নয়, এই জয় বীরগঞ্জ উপজেলাবাসীর। এ জয়ের মাধ্যমে আমি মানুষের কল্যাণময় কাজের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই।

উল্লেখ্য, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২১ মে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়। বীরগঞ্জ উপজেলায় ১০৪টি কেন্দ্রে সুষ্ঠ-সুন্দর ভাবে ভোগ গ্রহন হয়। আর এই ১০৪টি কেন্দ্রের মধ্যে ৮৫টি কেন্দ্রে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আবু হুসাইন বিপু প্রথম হয়।  দিনাজপুর জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আবু হুসাইন বিপু আনারস প্রতীক নিয়ে ১০৪টি কেন্দ্রে ৪৪ হাজার ৩৩৬টি ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.