রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উম্মে কুলসুম (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
উম্মে কুলসুম মধুপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। সে মধুপুর ইউনিয়নের উত্তর বাওচন্ডী এরশাদ ব্রিজ সংলগ্ন মাস্টার পাড়া গ্রামের জোবাইদুল হকের মেয়ে।
সরজমিনে গিয়ে জানা যায়, গতকাল ৫ জুন সকাল দশটায় নিজ বাড়িতে মোবাইলে চার্জ দিতে গিয়ে টিনের ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় উম্মে কুলসুম।
মৃত উম্মে কুলসুমের পিতা জোবাইদুল হক বলেন, সকালে কাজের জন্য বাইরে বের হয়ে যান বাড়ির লোকজন । গতকাল উপজেলা নির্বাচনের জন্য স্কুল বন্ধ থাকায় বাড়িতে একাই ছিল উম্মে কুলসুম। সকাল সাড়ে দশটার দিকে চাচাতো ভাই স্বাধীন এসে দেখেন টিনের ঘরের মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে ওঠেন। স্থানীয় লোকজন ও পরিবারের লোকজন এসে দেখেন উম্মে কুলসুম মারা গিয়েছে। ওই দিন বিকেলে পারিবারিকভাবে মরদেহ দাপন করেন।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু হাসান কবির জানান, গতকাল উপজেলা পরিষদের নির্বাচন ছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার বিষয় আমাদের জানা নেই।