সিলেট নগরীর মানিকপীরের টিলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুর দেড়টার দিকে সিলেট নগরের মানিকপীর কবরস্থানের অভ্যন্তরে টিলার রেলিঙের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত যুবক সিলেটের জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নানের ছেলে আবুল হাসান শিমুল (২২)। বর্তমানে শিমুল নগরীর ইলেকট্রিক সাপ্লাই সড়কের কাটাটিলা এলাকায় বসবাস করতেন। তিনি ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম পাঠাও এ কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে সিলেট নগরীর মানিকপীর কবরস্থানের টিলায় ওঠার সিঁড়ির পাশে এক যুবকের লাশ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে বৃহস্পতিবার দুপুরে গিয়ে উদ্ধার করে পুলিশ। এসময় নিহতের লাশের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই ছুরি দিয়েই ওই যুবককে খুন করা হয়েছে।
আজবাহার আলী শেখ বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হওয়া যুবকের লাশ মানিকপীর কবরস্থানের অভ্যন্তর থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের বুকে একটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, কুরিয়ার সার্ভিসের প্যাকেটের সূত্র ধরে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।