রংপুরের কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় মিজানুর রহমান নামে এক এনজিও কর্মকর্তা মারা গেছেন। তিনি ইকো-সোশ্যাল ডেভেলেপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) হেলথ্ ভিলেজ ইন আরবান প্রকল্পে মাঠ সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৬ জুন) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের হলদি বাড়ি মুজিব নগর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মিজানুর রহমান মিঠাপুকুর উপজেলার খামার দূর্গাপুর গ্রামের মৃত রফিকুল ইসলাম রফিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান মোটরসাইকেলে করে লালমনিরহাট থেকে মিঠাপুকুরে নিজ বাড়ি যাওয়ার জন্য রওনা হন। আনুমানিক সোয়া আটটার দিকে কাউনিয়া উপজেলার হলদি বাড়ি রেলগেট মুজিব নগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে কাউনিয়া থানার ওসি মাহফুজার রহমান বলেন, ট্রাকের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ থানায় রয়েছে। পরিবারের লোকজন এলে লাশ হস্তান্তর করা হবে।