× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহেশখালীতে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান জয়নাল আবেদিনের মতবিনিময়

কক্সবাজার প্রতিনিধি

০৭ জুন ২০২৪, ১৬:৩৭ পিএম

সদ্য নির্বাচিত মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জুন (বৃহস্পতিবার) বিকেলে মহেশখালী উপজেলা ভবনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। 
স্বাগত বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন মহেশখালীর সমস্যা সম্ভবনার চিত্র তুলে ধরতে সাংবাদিকদের অনুরোধ জানান। তিনি বলেন- সাংবাদিকরা সমাজের আয়না, খেয়াল রাখতে হবে এ আয়না যেনো সব সময় স্বচ্ছ থাকে। 
চেয়ারম্যান জয়নাল আবেদিন ও সাংবাদিকদের পরিচয় পর্বের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকরা দ্বীপাঞ্চলের প্রধান সমস্যা নৌঘাটের নৈরাজ্য, প্যারাবন কাটা, সড়কে দূর্ঘটনা রোধে অপ্রাপ্ত বয়সী চালকদের দক্ষ করায় ভুমিকা রাখাসহ বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তুলে ধরে তা সমাধানে নজর দেয়ার অনুরোধ জানান চেয়ারম্যানকে। উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধির দায়িত্ব পেয়ে প্রথমেই সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করার এটিই প্রথম খবর মহেশখালীতে।
মতবিনিময় সভায় আগামী ৫বছর সাংবাদিকদের সহযোগিতা নিয়ে স্থানীয় সমস্যা, সংকট ও সামাজিক উন্নয়নে গণমানুষের পাশে থাকা প্রত্যয় ব্যক্ত করেন চেয়ারম্যান জয়নাল আবেদিন। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদুল আলম দেওয়ান, বাংলাদেশ বেতার প্রতিনিধি আমিনুল হক, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি  মাহবুব রোকন, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আবু তাহের,সমকাল প্রতিনিধি সাহাব উদ্দিন, 
মহেশখালী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি হোবাইব সজীব,মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মুহাম্মদ হাসান, দৈনিক দেশ বিদেশের এস এম রুবেল।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, কালবেলার রকিয়ত উল্লাহ,  সাংবাদিক ফুয়াদ সবুজ,বশির উল্লাহ সাংবাদিক সহ নবীন প্রবীণ মহেশখালীতে কর্মরর্ত সকল সাংবাদিকবৃন্দ। #

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.