ফেনীর দাগনভূঞা উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা শনিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, থানার ওসি (তদন্ত) রাসেল মিয়া, দাগনভূঞা প্রেসক্লাব সভাপতি মো. ইয়াসিন সুমন, মুক্তিযোদ্ধা পিয়ার আহাম্মদ।
এছাড়াও বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো ইমাম হাছান কচি, মুক্তিযোদ্ধা মুজিবল হক।এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী ইফতেখারুল আলম, দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার দাগনভূঞা উপজেলা প্রতিনিধি ইমাম হোসেন খাঁন, দৈনিক সকালের সময় পত্রিকার দাগনভূঞা প্রতিনিধি জুলফিকার আলম প্রমূখ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম সপ্তাহ উপলক্ষে সকলকে সেবা গ্রহনের অনুরোধ করেন।