× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমচাষিদের ধর্মঘট প্রত্যাহার, ৫০ কেজিতে মণ নির্ধারণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

০৮ জুন ২০২৪, ২২:৩০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের ২য় বৃহত্তম আমবাজার রহনপুরে ওজন নিয়ে আমচাষী ও ব্যবসায়িদের মধ্যে বিরোধের জের ধরে  প্রায় ৬ ঘন্টা বন্ধ থাকার পর বাজারজাত শুরু হয়েছে।

এর ফলে শনিবার দুপুর পর্যন্ত  বাজারে আম সংকট দেখা দিয়েছে।

এরআগে শুক্রবার বিকেলে এলাকায় মাইকিং করে গাছ থেকে আম সংগ্রহ বন্ধ রাখার আহবান জানানো হয় আমচাষীদের।উদ্বূত পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে আম ক্রয় ও বিক্রয়ে জড়িত দুই সমিতির নেতৃবৃন্দকে নিয়ে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহীঅফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি অফিসার তানভির আহমেদ সরকার,  রহনপুর আম আড়ৎদার সমিতির সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আমচাষি ও ব্যবসায়ি সমিতির সভাপতি মাইনুল বিশ্বাস ও সাধারন সম্পাদক আব্দুল তালেবসহ আম চাষি ও আড়তদাররা।

সভায় সিদ্ধান্ত হয় এখন থেকে আড়তগুলোতে ৫০ কেজি মণ দরে আম বেচা-কেনা হবে।এরআগে ৫২ কেজিতে মণ ধরে আম ক্রয় করছিল আড়তদাররা। এছাড়া, এবছর ৪৮ কেজিতে মণ হিসেবে আম ক্রয়-বিক্রয়ের সিদ্ধান্ত হয় জেলা প্রশাসনের বৈঠকে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.