× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের চুরি হওয়া মালামালা উদ্ধার, গ্রেপ্তার ১

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

০৯ জুন ২০২৪, ১২:৫১ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকা থেকে গতকাল শনিবার বিকালে মেঘনা গ্রুপের চুরি হওয়া লৌহজাত বিভিন্ন মালামাল স্থানীয় এক ভাঙ্গারী দোকান থেকে উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। 

চোরাই মালামাল ক্রয় করার অপরাধে ভাঙ্গারী ব্যবসায়ী সানাউল্লাহ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মালামাল থানা হেফাজতে রয়েছে। আটকৃত ভাঙ্গারী ব্যবসায়ী সানাউল্লাহ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা প্রতাপের চর এলাকার টেন্ডার ব্যবসায়ী বাবুল মিয়ার ছেলে।

ভাঙ্গারী ব্যবসায়ী সানাউল্লাহ বলেন, স্থানীয় মেঘনা এলাকার আওয়ামীলীগ নেতা সামসুজ্জামান সামসুর ভাই আব্দুল আজিজ ও তার সহযোগি হানিফা মিয়া, সুমন মিয়া, সাজাহান মিয়া, সাদ্দাম হোসেন ও সাকিব হোসেন নামে কয়েকজন মিলে তার কাছে ২৭০ কেজি লোহার তৈরি বিভিন্ন মালামাল বিক্রি করে। আমি ব্যবসা করার জন্য নগদ ৫০ হাজার টাকা দিয়ে তাদের কাছ থেকে মালামাল ক্রয় করেছি। কোন কোম্পানীর চোরাই মালামাল ছিল কিনা সে বিষয়ে আমার জানা ছিলনা।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, ফ্রেশ কোম্পানীর চুরি হওয়া লৌহজাত বিভিন্ন মালামাল মেঘনা শিল্পনগরী এলাকার এক ভাঙ্গারী দোকান থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চুরি হওয়া মালামালসহ ভাঙ্গারী ব্যবসায়ী সানাউল্লাহকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

মেঘনা গ্রুপের সিনিয়র ম্যানেজার ইসমাঈল হোসেন জানান, চুরি হওয়া মালামালের বিষয়ে আরো তথ্য অনুসন্ধান চলছে। তথ্য অনুসন্ধানের পর আমরা আইনি ব্যবস্থা গ্রহনে পদক্ষেপ নিব।

সোনারগাঁ থানার ওসি তদন্ত মহসিন মিয়া জানান, মেঘনা গ্রুপের চুরি হওয়া মালামাল উদ্ধারের পর কোম্পানী কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.