নরসিংদীতে সদর উপজেলার পাঁচশতাধিক অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছেন নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীনের সভাপতিত্বে আজ সকালে নরসিংদী মোসলেহ্ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এসব উপহার বিতরণ বিতরণ করা হয়।
ঈদ উপহারের মধ্যে ছিল, চাল ১০ কেজি, ২লিটার তেল, ডাল ১ কেজি, পেয়াজ ১কেজি, আলু ২ কেজি ও চিনি ৫০০ গ্রাম।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী সদরের সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ও সেক্টর কমান্ডার্স ফোরাম ৭১ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান।
প্রধানমন্ত্রীর এসব ঈদ উপহার পেয়ে খুশি উপকারভোগীরা।