সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন নাজিরবাজার এলাকায় ট্রাকচাপায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (১০ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত বীর মুক্তিযোদ্ধা ওসমানীনগর (পূর্বের বালাগঞ্জ) উপজেলার চিন্তামণি গ্রামের ইছরাইল খাঁনের ছেলে মো. নজরুল আলম খাঁন (৭০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তিনি নাজিরবাজারে সড়ক পারাপার হচ্ছিলেন। এসময় সিলেটগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে রাত ৯টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান।
তিনি বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।