× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাগেরহাটে লিয়াকত তাহের ও শান্তর জয়, শাকিলের জেল

বাগেরহাট প্রতিনিধি

১১ জুন ২০২৪, ১২:৪৪ পিএম

উপকূলীয় অঞ্চল বাগেরহাটের তিন উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ জুন) ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া মোংলা, শরণখোলা ও মোড়েলগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়।

মোংলা উপজেলা চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন আবু তাহের হাওলদার। শরণখোলা উপজেলায়  রায়হান উদ্দিন আকন শান্ত আবারো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন ।

নির্বাচনে দায়িত্ব পালনের সময় এক আনসার সদস্যকে মারধর করার অভিযোগে শাকিল শেখ (২১) নামের এক যুবককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. আতিকুস সামাদ। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত শাকিল শেখ শেহালাবুনিয়া এলাকার মৃত মোস্তফা শেখের ছেলে।

মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তাহের হাওলাদার ২৭ হাজার ৯০২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন পেয়েছেন ১৮ হাজার ৪১৭ ভোট। এ নিয়ে টানা তৃতীয়বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন আবু তাহের হাওলাদার।  

শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রায়হান উদ্দিন আকন শান্ত ৩০ হাজার ১৯২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন পেয়েছেন ১৮ হাজার ৮১৫ ভোট। এ নিয়ে পরপর দুবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন রায়হান উদ্দিন শান্ত। 

মোড়েলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান ৩৮ হাজার ৩৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম পেয়েছেন ২৬ হাজার ৭২৯ ভোট। প্রথমবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.