ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিজ পাগলা মহিষের আক্রমণে সোহাগ মিয়া (২৮) নামে এক যুবক মারা গেছে।
সোমবার (১০ জুন) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। সোহাগ মিয়া একই ইউনিয়নের আব্দুস সালাম মিয়ার ছেলে। সে একজন সৌদি প্রবাসী।
নবীনগর থানার পরিদর্শক (এসআই) মোঃ আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, সকালে আশুগঞ্জ উপজেলার সীমানাধীন চরলালপুর এলাকার একটি খোলা মাঠে সোহাগ মহিষটিকে নিয়ে যায় ঘাস খাওয়াতে। সেখানে মহিষটি পাগলামি শুরু করে এক পর্যায়ে সোহাগকে আক্রমণ করে। সেই আক্রমণের আঘাতে সোহাগ মারা যায়। সোহাগের শরীরে আঘাতের অনেক চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে সোহাগের চাচাতো ভাই বাচ্চু মিয়া বলেন, ৬ মাস আগে সোহাগ সৌদি থেকে আসে। তার তিন মাস পরই পারিবারিকভাবে সোহাগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মধ্যপাড়ার এক মেয়ের সাথে সোহাগের বিয়ে হয়৷ তার কিছু দিনপরই লালন পালনের জন্য আক্রমণ করা মহিষটি কিনে বাড়িতে আনে। তখন থেকেই মহিষটি পাগলামি করত আর সোগাহকে দেখলে আরো বেশি ক্ষিপ্ত হত। আজ সোমবার সকালে চরলালপুরের এটি খোলা মাঠে সোহাগ মহিষটিকে নিয়ে গেলে সেখানে মহিষটি ক্ষিপ্ত হয়ে আবারো সোহাগকে আক্রমণ করলে এতে সোহাগের মৃত্যু হয়।