× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারায়ণগঞ্জে দূষণকারী কারখানাকে ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১১ জুন ২০২৪, ১৮:৩০ পিএম

নারায়ণগঞ্জে দূষণকারী একটি কারখানাকে ৬ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ৷

মঙ্গলবার (১১ জুন) পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাগণের সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক তারাব বিশ্ব রোড, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এ অবস্থিত জিউজু ইন্ডা: লি: নামক কারখানায় অভিযান পরিচালনা করে ৬ লক্ষ (ছয় লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। 

কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩) লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক অভিযানটি পরিচালনা করা হয়। 

নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে ছেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.