সাতক্ষীরায় এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে দলবেধে ধর্ষণের অভিযোগে ৩ কিশোরকে গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ। এর আগে ভিক্টিমের মা বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করে।
তারই জের ধরে ১১ জুন রাতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করে। পুলিশের অভিযানে গণধর্ষণের অভিযোগে কিশোরেরা আব্দুল করিম (১৯), সাগর হোসেন রাইদ (১৬) ও নিরব হোসেন (১৩) কে গ্রেফতার করে।
ভিক্টিমের মামা আলমগীর হোসেন জানান, অভিযুক্তরা আমার ভাগ্নিকে রবিবার রাতে দেবহাটা উপজেলার উত্তর কুলিয়ার একটি নির্মাণাধীন খামারের পাশে নিয়ে রাতভর শারীরিক নির্যাতন করে ফেলে রেখে চলে যায়। পরদিন (১০ জুন) সাড়ে ১২টার দিকে তাকে উদ্ধার করি। পরে বিষয়টি জেনে আমরা আইনের আশ্রায় গ্রহন করি।
এদিকে, ওই ঘটনায় ভিক্টিমের মা বাদি হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৪।
দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন জানান, দলবেধে ধর্ষণের মামলা দায়ের পর তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। অভিযুক্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।