× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবির ধরঞ্জী মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

১২ জুন ২০২৪, ১৪:৫০ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষায় জিপিও- ৫ প্রাপ্ত কৃতি ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার ( ১২ জুন) সকাল ১০টায় ধরঞ্জী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার আয়োজনে ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের এমপি'র সহধর্মিণী ও পাঁচবিবি এনএম সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোছাঃ মেহের নিগার শিউলি।

মাদ্রাসার সহ সুপার বাবুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল, ধরঞ্জী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মমতাজুর রহমান, হাকিমপুর সরকারী ডিগ্রী কলেজের অবঃ সহকারী অধ্যাপক আজাদ আলী, ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, উচনা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মালিক, মাদ্রাসা সুপার দেলুয়ার হোসেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, মাদ্রাসাটি হতে ২০২৪ সালের দাখিল পরীক্ষায়  ৩০ জন অংশগ্রহণ করে ১৪ জন শিক্ষার্থী জিপিএ ৫ সহ  সবাই বিভিন্ন গ্রেডে উর্ত্তীন হন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.